নাটোরে টিএমএসএসের মাঠ কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

নাটোরে টিএমএসএসের মাঠ কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

August 13, 2022 71 Views

আব্দুল খালেক পিভিএম ।।
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের আওতাধীন নাটোর জোন কর্তৃক আয়োজিত,জোনের সকল অঞ্চল প্রধান ও মাঠ কর্মীদের নিয়ে বিগত ২০২১-২২ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নের কলাকৌশল নির্ধারনী কর্মশালা ১২আগষ্ট নাটোর ডোমেইন অফিসের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের নাটোর জোনের,জোন প্রধান এ এস এম আরিফুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমেইন অফিসের জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুল ইসলাম।প্রধান অতিথি সাগর কুমার বড়ুয়া কর্মকর্তাদের নিজ,নিজ কর্ম এলাকায় নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে সংস্থার কার্যক্রম চালানোর পরামর্শ দেন।তিনি কর্মশালায় নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা,বার্ষিক বাজেট নির্ধারন ও বাস্তবায়নে মাঠ পর্যায়ের সম্ভাবনা,খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বার্ষিক বাজেটের টার্গেট পূরণ করতে সকলের প্রতি আহবান জানান।তিনি যার,যার কর্ম এলাকায় নতুন,নতুন প্রকল্পে কর্মকান্ড সম্প্রসারন করতে কমকর্তাদের প্রতি আহবান জানান।তিনি উপস্থিত মাঠ কর্মকর্তাদের কর্মে সচেজকরন ও বিভিন্ন উৎসাহ প্রদান করেন।তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন,তৃনমুল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করার পাশাপাশি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি টিএম এসএসের মানবিক ও সামাজিক কার্যক্রম গুলি জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।কর্মশালায় নাটোর ডোমেইনের আওতাধীন,নাটোর জোনের ৫টি অঞ্চলের অঞ্চল প্রধান,২১টি শাখার ১২০ জন মাঠ কর্মী কর্মশালায় অংশ নেয়।
কর্মশালায় মাঠ পর্যায়ের কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।মাঠ পর্যায়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরন করার পাশাপাশি চলতি অর্থ বছরের শতভাগ লক্ষ মাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করা হয়।এ সময় নাটোর জোনের এরিয়া প্রধানগন যথাক্রমে নাটোর অঞ্চলের মোঃ আতিকুর রহমান,দিঘাপাতিয়া অঞ্চলের মোঃ মনিরুল ইসলাম,সিংড়া অঞ্চলের মোঃ হারুনর রশীদ,গুরুদাশপুর অঞ্চলের মোঃ বেলাল হোসেন ও আব্দুল পুর অঞ্চলের মোঃ দুলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।কর্মশালায় বিগত বছরের মাঠ পর্যায়ের কর্মকান্ডে ভালো পারফরম্যান্স অর্জন করায় ১০ জন মাঠ কর্মীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

সাম্প্রতিক