আব্দুল খালেক পিভিএম ।। জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের উদ্যোগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বগুড়ার টিএমএসএস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করেছে।টিএমএসএস পরিচালিত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গ প্রতিষ্ঠানসমূহেও দিবসটি পালিত হয়।১৫ আগস্ট বিকালে বগুড়ার মমইন বিনোদন জগতের ময়না মঞ্চে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।“জাতির জনক বঙ্গবন্ধুর দার্শনিক উন্নয়ন চেতনা ও বৈষম্য বিলোপ বিষয়ক করনীয় ও অভিমত গ্রহণ”শিরোনামে আলোচনায় বক্তারা অংশ গ্রহণ করেন।মূল আলোচক ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোজাফফর হোসেন ও টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-৩ সেকটর প্রধান মোঃ সোহরাব আলী খান।অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসেনে আরা বেগম,পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র এ্যাডভাইজার প্রফেসর ড.এম আফজাল হোসেন, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা.মোঃ মতিউর রহমান,পরিচালক মাহবুবর রহমান মিল্টন,পরিচালক মোঃ আব্দুস সালাম,হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মাহবুবর রহমান,টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান ও পরামর্শক মোঃ শহিদুল ইসলাম খাঁন প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র উপদেষ্টা মোঃ ইজার উদ্দিন।অনুষ্ঠানে টিএমএসএস এর বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মীবৃন্দ,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।