You must need to login..!
Description
আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের এনজিও টিএমএসএসের হেল্থ সেক্টরের আওতাধীন ঢাকার টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের উদ্যোগে জাতীয় শোক দিবস উৎযাপন করা হয়।বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকীতে“জাতীয় শোক দিবস” পালন উপলক্ষে সোমবার টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ঢাকার মিরপুরে পশ্চিম কাজীপাড়ায় টিএমএসএস বায়নাকৃত টিনসেড-এ অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী,শিশু,ডায়াবেটিস সহ সাধারণ রোগের ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষুধ বিতরণ করা হয়।ক্যাম্পিং উপলক্ষে সকল প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০% ছাড় দেয়া হয়।
উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন কাফরুল থানা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গাজী এজাজুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।এ অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,অনেক ধরনের রুগী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছাড়াও টিএমএসএস’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।