উত্তরাঞ্চল প্রতিনিধি ।। পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বাষিকী উপলক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবসে বিদ্যালয়ের হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে তাঁর জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।দুবলিয়া ফজিলাতুন্নেছানেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু’র সভাপতিত্বে শোক দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ বদরুদ্দোজা খান মানিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয় মাহমুদ জিয়া, সোহাগ খান বাপ্পি,শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম,মোঃ রেজাউল করিম,মোঃ ইমরান আলী সরকার,আমির খসরু তরুণ ও মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।পরে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দুবলিয়া নূরে মদিনা মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ রবিউল ইসলাম।শোক দিবসে অন্যদের মধ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান পিভিএম,বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী,কর্মচারী, শিক্ষার্থী,এলাকার বহু গন্যমান্য ব্যক্তিবর্গ,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।