স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামীসহ ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিয়ান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করে।
এসআই (নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আলীয়া মাদ্রাসা রেলক্রসিং এলাকা হতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১। মোঃ রাজন(২৮), পিতামৃতঃ আসাদ, সাং-ভাটি দাপুনিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আনিছুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চরপাড়া এলাকা হতে ধর্ষন মামলার আসামী নেত্রকোনা, -পূর্বধলা থানার নারান্দিয়া মুন্সিবাড়ীর মোঃ আবু নাঈম (২৭), এপি/সাং-চরপাড়া পূবালী প্রাইভেট হাসপাতাল, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) দিদার আলম ও এএসআই(নিঃ) আমিরুল ইসলাম এবং এএসআই(নিঃ) রফিকুল ইসলাম জিআর মামলায় কোতোয়ালীর দড়ি কুষ্টিয়া বিদ্যাগঞ্জ,মোঃ নাজমুল, শিকারীকান্দা মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। জিআর মামলায় সাজা পরোয়ানাভূক্ত আসামী -কোতোয়ালীর কালিকাপুর গ্রামের ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।