সিলেট ডোমেইনের বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

সিলেট ডোমেইনের বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৭,সিলেট ডোমেইন কর্তৃক আয়োজিত,সিলেট ডোমেইনের আওতাধীন জোনাল,অঞ্চল ও শাখা প্রধানদের সমন্বয়ে সংস্থার ২০২১-২২ অর্থ বছরের মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি পর্যালোচনা ও নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারনী কর্মশালা,১৮-আগষ্ট সিলেট ব্রাক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের অপারেশন-৭,সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের জিএম মোঃ আঃ মতিন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ডিজিএম মোঃ মেজবাহুর রহমান ও এজিএম মোঃ আবুল কালাম আজাদ। টিএমএসএস প্রতি নিধি নির্বাহী পরামর্শক মোঃ খায়রুল ইসলাম, টিএমএসএসের সেক্টর প্রধান
উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, পরিচালক অর্থ মোঃ আবুল বাশার ভূইয়া ও ঢাকা ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম প্রমুখ।মোঃ খায়রুল ইসলাম উপস্থিত কর্মকর্তাদের নিজ,নিজ কর্ম এলাকার কাজের ধরন ও প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম চালানোর পরামর্শ দেন।তিনি টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলোও জন সাধারণের মধ্যে তুলে ধরতে কর্মকর্তাদের প্রতি আহবান জানানোর পাশাপাশি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন।হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহবুবুর রহমান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।সারাদিন ব্যাপি কর্মশালায় কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারনী কর্মশালার আলোচনায় নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা,বার্ষিক বাজেট নির্ধারন ও বাস্তবায়ন বিষয়ক মাঠ পর্যায়ের বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।তিনি সংস্থার মাঠ পর্যায়ের খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বার্ষিক বাজেটের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি সংশ্লিষ্ট এলাকায় নতুন নতুন প্রকল্পের মাধ্যমে কর্মকান্ড সম্প্রসারন করতে কমকর্তাদের প্রতি আহবান জানান।কর্মশালায় অপারেশন-৭, সিলেট ডোমেইন অধীন ৪টি জোনের-জোন প্রধান,১৬টি এরিয়ার-এরিয়া প্রধান ও ৭০টি শাখার-শাখা প্রধানগন কর্মশালায় অংশ নেয়।কর্মশালায় টিএমএসএসের মাঠ পর্যায়ের কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচী চিহ্নিত করে ঋণ বিতরন করা ও নতুন বছরের টার্গেট শতভাগ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। কর্মশালায় উপনির্বাহী পরিচালকের-৩ এর একান্ত সচিব মোঃ আল মেহেদী পারভেজ উপস্থিত ছিলেন।