You must need to login..!
Description
ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ থেকে- জন্মাষ্টমী উদযাপনে আজ শুক্রবার সারাদেশে শোভাযাত্রার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটিকে ঘিরে একই সঙ্গে আয়োজিত হবে গীতাযজ্ঞ, নামসংকীর্তন, কৃষ্ণপূজাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালাও।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বীরা শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে উপস্থিত হতে থাকেন।
সকাল ১০ টায় শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়।ঘন্টাব্যাপি শোভাযাত্রাটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণঃরায় শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে এসে শেষ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা আ’লীগের সহ সভাপতি উৎপল কুমার সরকার, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেল বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারমান আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঈশ্বরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রবোধ রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ সাহা ও কমিটির সকল সদস্যবৃন্দ, শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দিরের সহসভাপতি মনোজ কুমার সাহা, অনুপ চক্রবর্তী, অলক ঘোষ ছোটন সহ উপজেলার বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ।