বগুড়ায় উত্তরবঙ্গ হতে বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় উত্তরবঙ্গ হতে বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম ।।উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের হোটেল মমইন এন্ড রিসোর্টে ১৮ আগস্ট “উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জেলাগুলো হতে বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণের কর্মকৌশল নির্ধারণী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় উত্তরবঙ্গের ১৬ জেলার টিটিসির অধ্যক্ষ,বিশ্ববিদ্যালয়ের ভিসি,শিক্ষকমন্ডলী,সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।টিএমএসএস এর নর্দান রিক্রুটিং এজেন্সি লিঃ কর্তৃক আয়োজিত,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অংশ গ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অনলাইন জুম প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণ করে প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনা মূলকু বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ শহিদুল আলম।
টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের সভাপতিত্বে কর্মশালায় মূখ্য আলোচকের বক্তব্য দেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এনডিসি, অতিরিক্ত সচিব বেগম মাকসুরা নূর।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন সাবেক সিনিয়র সচিব ড.শাহ কামাল,বিএমইটির প্রশাসন ও অর্থ পরিচালক মোঃ জাকির হোসেন,বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ ও বিএমইটির পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহবুবর রশীদ তালুকদার প্রমুখ।
প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন ডিএম ও বগুড়ার সহকারী পরিচালক আতিকুর রহমান ও টিএনআর এর প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিএমএসএস’র হেড অব মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং জাহিদ খান।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন টিএমএসএস’র সেক্টর প্রধান আইইএস নিগার সুলতানা। শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ ডা.মোঃ মতিউর রহমান।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় উত্তরবঙ্গ হতে বিূদেশে জনশক্তি রপ্তানীতে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়।বিদেশে জনশক্তি রপ্তানীতে পিছিয়ে পড়ার কারণ চি‎হ্নিত করে তা থেকে উত্তরণের পদক্ষেপ গৃহীত হয়। এ কর্মশালায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় আশ্বাস প্রদান করা হয়। এ কর্মশালায় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,এনজিও কর্মী,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক ব্যক্তিত্ব,বহুগন্যমান্য ব্যক্তি বর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।