স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে পাচজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা ও মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী ফয়সাল আহম্মেদ ও মোঃ সোলায়মানকে গ্রেফতার করে। এসআই উজ্জল সাহার নেতৃত্বে একটি টীম গাঙ্গীনারপাড় এলাকা থেকে মামলার আসামী শফিকুল ইসলাম শফিক ও মোঃ আজিজুল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া এসআই খোরশেদ আলম কুষ্টিয়া নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত আসামী আল আমিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।