আব্দুল খালেক পিভিএম।। দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৪,রংপুর ডোমেইনের আওতাধীন কুড়িগ্রাম জেলার, টিএমএসএসের কুড়িগ্রাম জোনের ধলডাঙ্গা শাখা ও ভুরুঙ্গামারী শাখা কর্তৃক আয়োজিত টিএমএসএসের উপকারভোগী সদস্যদের মধ্যে পৃথক পৃথক ভাবে অনুদান ও প্রনোদনা ঋণ বিতরন করা হয়। ২৩ আগস্ট সকালে ধলডাঙ্গা শাখার উপকার ভোগী ৫জন সদস্যের মধ্যে ১৪০টি হাস ও ৩জন সদস্যের মধ্যে উচ্চমান নিরাপদ সবজি চাষের জন্য ৩৯০০০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। ধলডাঙ্গা শাখার ম্যানেজার নিমাই চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানের হাস ও নগদ অর্থ বিতরণ করেন টিএমএসএসের রংপুর ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জোনের,জোন প্রধান মোঃ জাহাঙ্গীর আলম। পরে ভুরুঙ্গামারী শাখার,শাখা কার্যালয়ে করোনায় ক্ষতি গ্রস্থ টিএমএসএসের উপকাট ভোগী সদস্যদের মধ্যে প্রনোদনা ঋণ বিতরন অনুষ্ঠিত হয়।টিএমএসএসের ভুরুঙ্গামারী শাখার,শাখা ম্যানেজার আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও ঋণ বিতরণ করেন টিএমএসএসের রংপুর ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের কুড়িগ্রাম জোনের,জোন প্রধান মোঃ জাহাঙ্গীর আলম ও টিএমএসএসের ফুলবাড়ি এরিয়ার,এরিয়া প্রধান মোঃ রুহুল আমিন।প্রধান অতিথি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, টিএমএসএস আপনাদের পাশে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে।তিনি আরো বলেন এ এলাকার করোনায় ক্ষতি গ্রস্থ টিএমএসএস সদস্যদের মধ্যে প্রণোদনা ঋণ বিতরন অব্যাহত থাকবে।পরে এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য দেন টিএমএসএসের রংপুর ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান, জোন প্রধান মোঃ জাহাঙ্গীর আলম,এরিয়া প্রধান মোঃ রুহুল আমিন ও শাখার ম্যানেজার নিমাই চন্দ্র ও মোঃ আশরাফ আলী প্রমুখ।আলোচনা শেষে টিএমএসএসের ভুরুঙ্গামারী শাখার করোনায় ক্ষতি গ্রস্থ সদস্যদের মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকা প্রণোদনা ঋণ বিতরন করা হয়।পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও টিএমএসএসের বাস্তবায়নে এ প্রকল্পটি পরিচালিত হচ্ছে।এ সময় শাখার আওতাধীন টিএমএসএসের অনেক সদস্য,এলাকাবাসী,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।