স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা ও মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালি্য়ে কোতোয়ালী থানার রহমতপুর বাইপাস এলাকা হতে চুরি মামলায় আসামী মোঃ আপেল মাহমুদ(২৮), সাং-খলিশকুড়ি, বাদেচান্দি, ডাকঘর-চক বেলতৈল, থানা- জামালপুর, সদর, জেলা-জামালপুরকে গ্রেফতার করে আসামীর হেফাজত হতে বাদীর চোরাই যাওয়া একটি ব্যাটারী চালিত অটো মিশুক যাহার রং লাল, চেচিস নং-XGDS20201101459, লাইসেন্স নং-১৫৫৫, যাহার মূল্য অনুমান ১,১০,৫০০/-(এক লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালি্য়ে কোতোয়ালী থানার মাসকান্দা জেলা পরিষদ হাইস্কুল রোড, মনিরের বাসা হতে নারী ও শিশু নির্যাতন যৌতুক মামলায় আসামী বাদশা আলমগীর (৩৫),, সাং- রিজাভ বাজার পুরাতন পাড়া, থানা-রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি, এপি/সাং-মাসকান্দা জেলা পরিষদ হাইস্কুল, মনিরের বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান চালি্য়ে কোতোয়ালী থানার এলাকা হতে অন্যান্য মামলার আসামী রুবিলা আক্তার(৩০), স্বামী-রঞ্জু মিয়া, সাং-চর রঘুরামপুর, ৩৩নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই উজ্জল সাহা, এএসআই আলামিন, জামাল, ইকবাল প্রত্যেকে ০১টি করে জিআর তামিল করেন।
জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতারকৃত ৪ জন হলেন কোতোয়ালী থানার ৩০/খ, কেসি রায় রোডের মোঃ নাঈম, ৩৩/এ নাটকঘরলেনের মোঃ ফারুক হোসেন, ৪/১ ভাটিকাশরের আমজাদ হোসেন, আমজাদ হোসেন । গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।