
You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ পৃথক তিনটি অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা, ২৬ গ্রাম হেরোইন, ০৩টি দেশীয় অস্র উদ্ধারসহ ৫ মাদক ব্যবসায় গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোযেন্দা পুলিশের অফিসার ইনচার্জ সফিকুর ইসলাম জানান, এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা এলাকায় ২৫ আগস্ট বিকালে তারাপুর থেকে ২৬ গ্রাম হেরোইন ও ৩টি দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গৌরীপুর থানার তারাপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৪৩)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে ২৫ আগস্ট ২০২২ বিকালে রশিদপুর থেকে ১০ কেজি গাঁজাসহ মাদাক ব্যবসায়ী হবিগঞ্জ, -চুনারুঘাট থানার হাপতার হাওড় (মোতালেবর বাড়ী), মোঃ আমির আলী (৩০) ও ইগরতলী চেরাগ আলী রোড এলকার মোঃ পারভেজ মিয়া (২২) ও ফুলবাড়ীয়া থানার কুশমাইল, চান্দেরবাজারের (হামেরবাড়ী), মোঃ খায়রুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) শরীফ হায়দার সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে ২৬ আগস্ট ২০২২ রাত ০২.০০ ঘটিকায় দত্তপাড়া গ্রামস্থ কানুরামপুর থেকে ১২
কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ত্রিশাল থানার হাপানিয়া গ্রামের সাইদুল ইসলাম (২৮)কে গ্রেফতার করেন।
গ্রেফতার করা হয়।
২২ কেজি গাঁজা ২৬ গ্রাম হেরোইন ও ০৩টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৫ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মাদক ও অস্ত্র মামলা এবং কোতোয়ালী ও নান্দাইল মডেল থানায় ০২টি মাদক মামলা দায়ের করা হয়।
আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।