আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস সারা দেশ ব্যাপী সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন ২৬ আগস্ট বগুড়ার টিএমএসএসের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।তিনি টিএমএসএসের ফাইভ স্টার হোটেল মমইন কার্যালয়ে পৌঁছালে তাঁকে টিএমএসএসের পক্ষ থেকে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা জানান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান ও টিএমএসএসের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগন।পরে এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য দেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন,টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম ও টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান প্রমুখ।নিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন টিএমএসএসের সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।এ সময় টিএমএসএসের যুগ্ম পরিচালক মোঃ মোমিনুল ইসলাম,সহকারী পরিচালক মোঃ পারভেজ সাফি ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।