শফিকুল ইসলাম,ব্মিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযানে চালিয়ে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার আসামীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কোতোয়ালি থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
গ্রেপ্তরকৃত মাদক ব্যবসায়ী হলেন নগরীর কাঠগোলা এলাকার মো.জালাল উদ্দিনের ছেলে মো.রাব্বি।এবং গ্রেপ্তরকৃত মোবাইল চোর হলো নগরীর আরব আলীর ছেলে দুলাল মিয়া,জামাল উদ্দিনের ছেলে মো.করিম হোসেন।
এছাড়াও নিয়মিত জিআর ও সিআর মামলার আসামী রিফাত জেসমিন জেসি,লিটন,এমদাদুল ইসলাম,মো.ওয়ালিদ,মো.আরিফ, মোছা.হামিদা বেগম,মোছা. মেহেনাজ,মো.ফজর আলী।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান,নগরীর বিভিন্ন এলাকায় থেকে মাদক ব্যবসায়ী, মোবাইল চোরসহ বিভিন্ন মামলার আসামীসহ ১১ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।