নেত্রকোণায় গর্তের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু

নেত্রকোণায় গর্তের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
নেত্রকোণায় পৃর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই (মাইজপাড়া) গ্রামের মসজিদের পাশে একটি গর্তের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো, পাবই (মাইজপাড়া) গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে হেপি আক্তার (৭) ও একই গ্রামের লাবলু মিয়ার মেয়ে রাবিয়া আক্তার (৭)। স্থানীয় খলিশাউড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার এ তথ্য নিশ্চিত করেন। শিশু দুটির পরিবারের লোকজনের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় গ্রামের মসজিদে হাতমুখ ধুতে যায় শিশু হেপি ও রাবিয়া।
এ সময় মসজিদে লোকজনের ভিড় দেখে তারা পাশের একটি গর্তে হাতমুখ ধৌত করতে যায়।

পরে ওই গর্তে হাতমুখ ধোয়ার সময় এক পর্যায়ে গর্তের পানিতে পড়ে যায় তারা। এদিকে নামাজ শেষে মুসল্লিরা গর্তের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।