আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস পরিচালিত ফাইভ স্টার হোটেল মম-ইনে ২সেপ্টেম্বর তারিখ সকাল ১১টায় টিএমএসএসের সাথে পিএইচপি গ্রুপের কর্মকর্তাদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসেন আরা বেগমের সভাপতিত্বে
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি ও বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি তাঁর বক্তব্যে টিএমএসএসের প্রতিষ্ঠা,সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি সম্পর্কে পিএইচপি প্রপের কর্মকর্তাদের অবহিত করেন।আলোচনা ও মতবিনিময় সভায় টিএমএসএসের পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ ডা.মোঃ মতিউর রহমান,উপ-নির্বাহী পরিচালক-৩ সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান সহ টিএমএসএসের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও পিএইচপি গ্রুপের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা ও মতবিনিময় সভায় টিএমএসএস ও পিএইচপি গ্রপের মধ্যে সোহার্দপূর্ণ পরিবেশে উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।