আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের নাটোর ডোমেইনের আওতাধীন নাটোর জোন কর্তৃক আয়োজিত,সকল অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের নিয়ে মাসিক কার্য অগ্রগতি সভা ৭ সেপ্টেম্বর নাটোর ডোমেইন অফিসের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের নাটোর জোনের,জোন প্রধান এ এস এম আরিফুল বাশারের সভাপতিত্বে কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।তিনি মাঠ পর্যায়ের খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।তিনি যার,যার কর্ম এলাকায় নতুন,নতুন প্রকল্পে কর্মকান্ড সম্প্রসারন করতে কমকর্তাদের প্রতি আহবান জানান।তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন,তৃনমুল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করার পাশাপাশি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি টিএম এসএসের মানবিক ও সামাজিক কার্যক্রম গুলি জন সাধারণের মধ্যে তুলে ধরার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।সভায় নাটোর ডোমেইনের আওতাধীন,নাটোর জোনের ৫টি অঞ্চলের,অঞ্চল প্রধান,২১টি শাখা প্রধান অংশ নেয়।সভায় মাঠ পর্যায়ের কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বকেয়া হ্রাস ও নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণ করার পাশাপাশি শতভাগ লক্ষ মাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করা হয়।এ সময় নাটোর ডোমেইনের সিনিয়র জোনাল প্রধান মোঃ জিন্নাতুন ইসলাম,নাটোর অঞ্চলের মোঃ আতিকুর রহমান,দিঘাপাতিয়া অঞ্চলের মোঃ মনিরুল ইসলাম,সিংড়া অঞ্চলের মোঃ হারুনর রশীদ,গুরুদাশপুর অঞ্চলের মোঃ বেলাল হোসেন, আব্দুল পুর অঞ্চলের মোঃ দুলাল হোসেন ও এইচ আর অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।