স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে মাদক।
এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালী কাঁচা বাজারস্থ জনৈক জালাল উদ্দিনের বাসার সামনে হতে মাদক ব্যবসায়ী বলাশপুর রেলগেইটের নুরুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেন। আসামীর নিকট হতে সাদা পলিথিন কাগজ দ্বারা মোড়ানো ৫(পাঁচ) পুটলা হেরোইন, যার ওজন অনুমান ০৫(পাঁচ) গ্রাম এবং মাদক বিক্রির মোট ৪,০০০/-টাকা যার মধ্যে ৫০০/-টাকার নোট ০৩টি, ২০০/-টাকার নোট ০৫টি, ১০০/- টাকার নোট ১০টি, ৫০/-টাকার নোট ১০টি উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) সোহেল রানা এর নেতৃত্বেঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সানকিপাড়া সাকিনস্থ রেলক্রসিং জামে মসজিদ এর পাশে মাদক ব্যবসায়ী চর পাড়া (চরপাড়া নয়াপাড়া) মোঃ তারেক হাসান(৩০)কে গ্রেফতার করেন। আসামীর নিকট হতে একটি নীল প্লাস্টিকের বস্তার মধ্যে বিভিন্ন কোম্পানীর সাদা ০২ লিটারের পানির বোতলের মধ্যে দেশীয় চোলাইমদ ১৮ (আঠার) লিটার, প্রতি বোতলে ০২ লিটার করে ০৯টি বোতলে ১৮ লিটার, মূল্য অনুমান পাঁচ হাজার চারশত টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মাসকান্দা বাসস্ট্যান্ডের টিটিসি এর গেইট সংলগ্ন শফিকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টা মামলায় মাসকান্দার (মাসকান্দা) , মোঃ মোস্তার হোসেন(৩৫)কে গ্রেফতার করেন। আসামীর নিকট হতে (১) একটি স্টীলের ফোল্ডিং চাকু, যাহার উভয় পাশে (লম্বালম্বি) বিভিন্ন ধারালো যন্ত্রাংশ রয়েছে, যাহা খোলা অবস্থায় সম্পূর্ন দৈর্ঘ্য ১৭ (সতের) সেঃ মিঃ এবং শুধু স্টীলের বাটের দৈর্ঘ্য ৯ (নয়) সেঃ মিঃ, উক্ত চাকুটির উভয় পাশে কালো রংয়ের প্লাস্টিক আবরন বিদ্যমান উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এএসআই রেজাউল করিম ০১টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালীর ,বোররচর বনপাড়া, আতশ আলীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।