আব্দুল খালেক,পাবনাঃ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়নের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তর কর্তৃক গৃহীত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা উদযাপিত হয়েছে।দিনের অনুষ্ঠানের শুরুতে বাদ ফজর দোয়া মাহফিল,প্রধান অতিথির অনুষ্ঠান স্থলে আগমন ও ফুলেল শুভেচ্ছা প্রদান।গার্ড সালামী প্রদানের মাধ্যমে কেক কেটে ব্যাটালিয়নের জন্মদিন পালন।বেলুন ও পায়রা উড্ডয়ন শেষে প্রধান অতিথি কর্তৃক দরবার অনুষ্ঠিত হয় এবং প্রীতিভোজ শেষে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সর্বশেষে ব্যাটালিয়ান সদস্য কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।ঠাকুরগাঁও-১ আনসার ব্যাটালিয়ানের,ব্যাটালিয়ান কমান্ডার ড.লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠনের সদস্যদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন।ব্যাটালিয়ানের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল কর্মকর্তা ও বিভিন্ন পদবীর ১৮০ জন সদস্য অংশ নেয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা কার্যালয় ও ব্যাটালিয়ানের বিভিন্ন শ্রেণীর কর্মচারী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।