গাইবান্ধা জেলায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষন সমাপ্ত

গাইবান্ধা জেলায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষন সমাপ্ত

September 16, 2022 208 Views

আব্দুল খালেক পিভিএম,পাবনা  গাইবান্ধা জেলার সাঘাটা,ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আনসার ও ভিডিপির গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট মোঃ রেজাউল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১৫ সেপ্টেম্বর  প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরন করেন।
জেলার ফুলছড়ি,গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার ফকিরের হাট ডিগ্রী কলেজ ও সাঘাটা উপজেলার চকদাতেয়া উচ্চ বিদ্যালয়সহ চারটি ভেনুতে ০৪ সেপ্টেম্বর হতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিন ব্যাপী অস্ত্রবিহীন গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষনের শেষে সমাপনী অনুষ্ঠিত হয়।এ সময় পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ কোহিনূর বেগম,সাঘাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহীন মিয়া,উপজেলা প্রশিক্ষক শ্রী অমলেন্দু নাথ ও উপজেলা প্রশিক্ষক মোঃ আব্দুল আউয়াল প্রমূখ উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ রেজাউল ইসলাম বলেন-অস্ত্রবিহীন ভিডিপির গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষনে প্রতিটি প্লাটুনে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ অংশ নিয়েছে।সরকারী সেবাদানকারী সংস্থার উপজেলা নির্বাহী কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রন, প্রানিসম্পদ,মৎস্য,কৃষি,স্বাস্থ্য,থানা অফিসার ইনচার্জ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,দূর্যোগ ব্যবস্থাপনা দফতরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন তাদের স্ব স্ব দপ্তরের সেবা সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেছেন।প্রশিক্ষনার্থীরা এ প্রশিক্ষনলব্দ জ্ঞান তাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজের অসহায় মানুষের মধ্যে এ জ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।বিভিন্ন ভেনুতে অনুষ্ঠিত মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,আনসার ভিডিপির প্রশিক্ষিকা,সংগঠনের বিভিন্ন শ্রেণীর সদস্যবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউনিয়ন দলপতি,দলনেত্রী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক