ঈশ্বরগঞ্জে এক রাতে সিধ কেটে ৩বাড়িতে চুরি

ঈশ্বরগঞ্জে এক রাতে সিধ কেটে ৩বাড়িতে চুরি

BMTV Desk No Comments

আলমগীর হোসেন রানাঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ছোটরাঘবপুর গ্রামে এক রাতে সিধ কেটে ৩বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা বৃহস্পতিবার দিবাগত গভীর একই গ্রামের ৩বাড়িতে সিধ কেটে মোবাইল ফোন, নগদ টাকা, বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায। বাড়ির মালিকরা জানান, আনুমানিক রাত আড়াইটার দিকে হেলাল উদ্দিনের বাড়ি, পরে সাবেক মেম্বার মোজাম্মেল হকের বাড়িতে ও বর্তমান মেম্বার শহীদুল ইসলামের বাড়িতে তার চাচার ঘরে সিধকাটে। মেম্বার শহিদুল ইসলাম জানান, তারুন্দিয়া ইউনিয়নে গত ২ মাসে একাধিক গরু চুরি, সিধকেটে চুরির ঘটনা ঘটেছে।তারা ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানাকে অবহিত করেছে পুলিশকে জানানোর জন্য। চোরদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। চোরদের ভয়ে রাতে ঘুম হারাম হয়ে গেছে।মানুষ তাদের মূল্যাবান জিনিসপত্র হারিয়ে দিনকে দিন চোরের ভয়ে দিশেহারা হয়ে যাচ্ছে এবং জনমনে আতঙ্কের ছাপ দেখা দিয়েছে। এমতাবস্থায় জনগণ আইনের সহায়তা কামনা করেছেন।