গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ কলেজ ছাত্র জাহিরুল ইসলাম মিঠু হত্যাকান্ডে বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে গৌরীপুর পৌর শহরে সর্বস্তরের জনগণ মানববন্ধন করেন। শুক্রবার বিকালে মানববন্ধন শেষে মিঠুর পরিবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপটি প্রেরণ করেন।
ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের অর্নাস চতুর্থ (সমাজকর্ম) বর্ষের ছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৪) হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।
গত (১৩ ই সেপ্টেম্বর) মঙ্গলবার গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড়ে ছুরিকাঘাতে মিঠুকে হত্যা করা হয়। নিহত মিঠু উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
এদিকে হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার মিঠুর বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় পৌর শহরের বাড়িওয়ালাপাড়ার এলবার্ট বাদলের দুই ছেলে এলবার্ট ডেভিড সেন্টু, এলবার্ট ডেভিড রকি ও ইকরাম হোসেন খান মামুন সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।