
You must need to login..!
Description
এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল নবীগঞ্জ বাজার কমিউনিটি ক্লিনিকে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপ ( সিএসজি) প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ( ১৭ সেপ্টেম্বর) সকালে কুশমাইল ইউনিয়নের নবীগঞ্জ বাজারে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের সার্পোট গ্রুপ সদস্যদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথের সভাপতিত্বে, উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ১৫১, ময়মনসিংহ -৬, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এড.মোঃ মোসলেম উদ্দিন। কমিউনিটি বেইজড হেলথ কেয়ার ( সিবিএইচসি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ( জাইকার) আয়োজনে কুশমাইল ইউনিয়নে নবীগঞ্জ বাজার কমিউনিটি ক্লিনিক, দেওনাইনার পাড় কমিউনিটি ক্লিনিক, চকরাধাকানাই কমিউনিটি ক্লিনিক, বরুকা কমিউনিটি ক্লিনিক, ধামর কমিউনিটি ক্লিনিক ও কুশমাইল হীরার বাড়ি কমিউনিটি ক্লিনিকের প্রত্যেক ক্লিনিক থেকে ৫১ জন করে প্রশিক্ষনার্থী মোট ৩০৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন, ট্রেনিং রির্সোস পারসন ডাঃ মিরাজ উদ্দিন, ডাঃ শামস আবরার রিদম, ট্রেনিং ফ্যাসিলেটর মোঃ মাসুদ রানা, সিএইচসিপি,এইচএ, এফডব্লিউএ ।
এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন উপস্থিত সিএইচসিপিবৃন্দ, প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি ছাতা ও দুই শত টাকা করে সম্মানী প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ মিরাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সার্জন ডাঃ শামস আবরার রিদম, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন পুলু, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হক, কুশমাইল বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া, সি সি সদস্য সচিব মোঃ আমানুল্লাহ মাষ্টার, মোঃ খলিলুর রহমান প্রমুখ।