রংপুর রেঞ্জ পরিচালক পরির্দশন  করলেন গাইবান্ধায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 

রংপুর রেঞ্জ পরিচালক পরির্দশন করলেন গাইবান্ধায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 

September 20, 2022 304 Views

আব্দুল খালেক পিভিএম ।।  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ ১৮ সেপ্টেম্বর গাইবান্ধা জেলায় সাংগঠনিক সফর করেন।তিনি জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছুলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা কমান্ড্যান্ট (চঃ দঃ) মোঃ রেজাউল ইসলাম।এ সময় রেঞ্জ পরিচালক বাহিনীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে নির্মাণাধীন নতুন প্রশিক্ষণ শেড স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।পরে তিনি রংপুর বিভাগে বাহিনীর চলমান সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় মিলিত হন।জেলা কমান্ড্যান্টের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গাইবান্ধার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ,ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রী,আনসার কমান্ডার ও বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত আনসার গার্ড কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আসন্ন দেশব্যাপী শারদীয় দূর্গোৎসব প্রত্যাশিত নির্বিঘ্ন উৎসবমুখর ও শান্তিময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকল পূঁজামন্ডপে প্রশিক্ষিত জনবল নিয়োগদান ও প্রতিটি মন্ডপের শৃংখলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তা বিধানে বাহিনীর সকল কর্মকর্তা কর্মচারী ও সদস্য সদস্যাদের দায়িত্বকালীন করণীয় ও বর্জনীয় কর্মাবলীর সমূহ নির্দেশনা প্রদান করেন।এসময় তিনি পূঁজামন্ডপে নিয়োগের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা স্বচ্ছতার সাথে বাছাইকরণের নির্দেশ দেন।এ ব্যাপারে কোন প্রকার শৈথিল্য কিংবা ব্যত্যয় যাতে না ঘটে সেজন্য দায়িত্বশীল কর্মকর্তাদের কড়া হুঁসিয়ারী প্রদান করেন।তিনি আরোও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আমাদের বর্তমান মানবিক ও কর্মপ্রিয় মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনা সমূহ অত্যন্ত সুস্পষ্ট,যুগোপযোগী ও গুরুত্ববহ। সুতরাং আমাদের বাহিনীর মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও দেশব্যাপী নতুন প্রজন্মের কাছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী,মহান স্বাধীনতার স্থপতি, জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ ছড়িয়ে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদেরকে নতুন করে শপথ নিয়ে নিরলস ভাবে কাজ করতে হবে।এসময় দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমে প্রশাসনিক গতিশীল জোরদার, গৃহীত ও চলমান সাংগঠনিক বহুমুখী কর্মসূচী সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে বাহিনীর ঐতিহ্য ও সুনাম অক্ষূন্ন রাখতে মাঠ পর্যায়ে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রত্যেকের নৈতিক ও পবিত্র দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান রেঞ্জ পরিচালক জনাব আব্দুস সামাদ।

সভা শেষে তিনি বাহিনীর সাংগঠনিক কাজে তৃণমূল পর্যায়ে নিয়োজিত মাঠকর্মীর দায়িত্ব পালনের সুবিধার্থে ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতাদের মাঝে  বাই-সাইকেল এবং সাংসারিক বাড়তি আয়মূলক কাজের জন্য দলনেত্রীদের মাঝে সেলাই মেশিন বিতরণী করেন।

এদিকে একইদিন বিকেলে গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট (চঃ দঃ) মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে বাহিনীর স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শিবির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ৭০ দিন মেয়াদি এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ।অনুষ্ঠানে এ পেশাভিত্তিক কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সাথে তিনি কুশল বিনিময় করেন ও তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় আনসার ভিডিপির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ প্রগতির চালিকা শক্তি এবং জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি হিসেবে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দেশের মহামূল্যবান সম্পদ।
এজন্য জাতীয় উন্নয়নকল্পে দেশব্যাপী বাংলাদেশ আনসার ভিডিপি সদস্য সদস্যাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য বাহিনীর প্রশিক্ষণ প্রকল্পের আওতায় সদস্য সদস্যাদের বহুমূখী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে। তিনি প্রত্যেকের ব্যক্তি জীবনে সময়োপযোগী মৌলিক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি রেঞ্জ পরিচালক জনাব সামাদ প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিক ভাবে কাজে লাগিয়ে নিজেকে দেশের একজন উন্নয়নকর্মী হিসেবে পারিবারিক উন্নতি সাধনের জন্য প্রশিক্ষণার্থীদের পরামর্শ দেন। বিভিন্ন জেলার আনসার ভিডিপি প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক