বগুড়ায় টিএমএসএস মেডিকেল হাসপাতালের আইসিইউ ভেন্টিলেটর উদ্বোধন করলেন তুরস্কের রাষ্ট্রদূত

বগুড়ায় টিএমএসএস মেডিকেল হাসপাতালের আইসিইউ ভেন্টিলেটর উদ্বোধন করলেন তুরস্কের রাষ্ট্রদূত

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস পরিচালিত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে ৮টি আইসিইউ ভেন্টিলেটর হস্তান্তর করেছেন।মেডিকেল কলেজে ২০ সেপ্টেম্বর আইসিইউ ভেন্টিলেটর হস্তান্তর ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
তুরস্কের সার্বিক সহায়তায় স্থাপিত এ ভেন্টিলেটর লাইভ সাপোর্ট রুগীদের চিকিৎসা সেবায় ব্যবহৃত হবে। টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক,মেডিকেল কলেজের চেয়ারম্যান ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।সভাপতি তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন,বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের।বিশ্ব এখন কঠিন সময় পার করছে।এ অবস্থাতেও ভ্রাতৃপ্রতীম এ দেশের পাশে থেকে তুরস্ক উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণের পাশাপাশি ভবিষ্যতেও দু’দেশ টেকনিক্যাল জ্ঞানের বিনিময়ের মাধ্যমে দেশ দু’টি উন্নয়নে কাজ করতে পারে। তিনি টিএমএসএস প্রসঙ্গে বলেন, সারা দেশব্যাপী এ সংস্থা যেমন সামাজিক ও মানবিক কর্মকান্ড করছে তেমনি এ হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছাতে ভূমিকা রাখবে। এ সংস্থা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বহিঃসম্পদ বিভাগের মাধ্যমে সহায়তা দিয়ে টিএমএসএস’র সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আরএইচ ঢাকার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) কান্ট্রি হেড ও রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ নাসিস সুলাইমন ও তুর্কি কো-অপারেশন এ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিআইকেএ) এর কো-অর্ডিনেটের সেভকি মের্ট বারিস প্রমুখ।অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান।অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনা করেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল।অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার,টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্য আয়েশা বেগম, হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মেঃ মাহবুবর রহমান সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা পরামর্শক-উপদেষ্টাগণ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

LATEST POSTS