বিএমটিভি নিউজ ডেস্কঃসত্যিই এটি একটি অবিশ্বাস্য মুহূর্ত। জর্ডানে একটি চার তলা বিল্ডিং ধসে যাবার পর যখন ১৪ জনের মৃত্যু হয়েছিল সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই মিললো প্রাণের সন্ধান। প্রায় ৩০ ঘন্টা পরে সেখান থেকে উদ্ধার হলো জীবিত শিশুকন্যা। মালাক নামের ছোট্ট শিশুটিকে জর্ডানে ‘আশা ও জীবনের প্রতীক বলে অভিহিত করা হয়েছে। গোটা ঘটনাটিকে মিরাকেল হিসেবেই দেখছেন স্থানীয়রা। মালাকের মা সন্তানকে জীবিত অবস্থায় দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। নিজের অনুভূতিকে ভাষায় প্রকাশ করার শব্দ খুঁজে পাননি তিনি। গত ১৩ সেপ্টেম্বর আম্মানের জাবাল আল-ওয়েইবদেহের আবাসিক ভবনটি ভেঙে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সেই সময়ে প্রায় ২৫ জন ছিলেন ভবনটিতে। শুরু হয় তল্লাশি অভিযান।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জর্ডানের পাবলিক প্রসিকিউটর এই মামলায় তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একটি আবেগঘন ভিডিওতে দেখা গেছে, মালাককে ধুলোয় ঢাকা ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে। ছোট্ট শরীরে ধুকপুক করছে একরত্তি প্রাণ। উদ্ধারের সঙ্গে সঙ্গে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মালাকের ২৬ বছর বয়সী মা ইসরা রায়েদ মেয়েকে জীবিত দেখে আনন্দে চিৎকার করে ওঠেন। ঘটনার দিন তিনি তার মেয়েকে বিল্ডিংয়ের বেসমেন্টে বসবাসকারী এক বন্ধুর কাছে রেখে নিজের প্রসাধনী ব্যবসা দেখভাল করতে বেরিয়েছিলেন। ইসরা এজেন্স ফ্রান্স-প্রেসকে বলেছেন, ‘এতকিছুর পরেও আমি অনুভব করেছিলাম আমার মেয়ে বেঁচে আছে, আমার স্বামী আমাকে আশ্বস্ত করেছিলেন বলেছিলেন অপেক্ষা করতে। আমি জানতাম এটি আমার মেয়েরই গোলাপী পায়জামা। আমি কতটা খুশি তা ভাষায় বর্ণনা করতে পারবো না”। জর্ডান সিভিল ডিফেন্স জানিয়েছে, নতুন ফুটেজে ধ্বংসস্তূপের এমন কিছু মুহূর্ত দেখানো হয়েছে যা কখনো ভোলার নয়।
সূত্রঃমানবজমিন