রাজশাহীতে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে স্বল্প সুদের ঋণ বিতরণ

রাজশাহীতে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে স্বল্প সুদের ঋণ বিতরণ

BMTV Desk No Comments

আব্দুল খালেক,পাবনা থেকেঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন,সামাজিক অগ্রগতি,নারীর ক্ষমতায়ন,আয় বর্ধন কর্মকান্ড সম্প্রসারণের উদ্দে‌শ্যে বাহিনীর বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার কার্যক্রমকে বেগবান করে উন্নত ও সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সদস্যদের মধ্যে ঋণ বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক রাজশাহী শাখা আয়োজিত ভিডিপি সদস্যদের মধ্যে স্বল্প সুদের কৃষি ও পল্লী ঋণ বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক । এসময় তিনি বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন,সামাজিক অগ্রগতি,নারীর ক্ষমতায়ন,আয় বর্ধন কর্মকান্ড সম্প্রসারণের উদ্দে‌শ্যে বাহিনীর বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার কার্যক্রমকে বেগবান করে উন্নত ও সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সদস্যদের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ।রাজশাহী শাখার,শাখা ব্যবস্থাপক এ টি এম মাহবুব ইমামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের এসপিও গৌর সুন্দর দাস।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার ২য় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,সিনিয়র অফিসার মোঃ মাসুদুর রহমান ও অফিসার মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। সদস্যদের মধ্যে বক্তব্য দেন মোঃ হাফিজুর রহমান,রাজন সরকার ও মোছাঃ নাজমা আক্তার।এ শাখার আনসার ভিডিপি সদস্যদের মধ্যে স্বল্প সুদের কৃষি ও পল্লী ঋণ কমসূর্চির আওতায় তিন জনের মধ্যে ৭ লক্ষ টাকা বিতরণের মাধ্যমে স্বল্প সুদের কৃষি ও পল্লী ঋণ বিতরন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এ ঋণ কর্মসূচির মাধ্যমে এ শাখার অধীন বহু সংখ্যক সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করে স্বাবলম্বি করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সময় আনসার ভিডিপি সংগঠনের সদস্য-সদস্যা,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

LATEST POSTS