স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জুয়ামুক্ত অব্জল গড়ে তোলা, চুরি-ছিনতাই রোধ ও মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিঃ) দেবাশীষ সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বড় বাজার এলাকা হতে অন্যান্য মামলার আসামী কেওয়াটখালী ময়নার মোড়ের (মক্কা মদিনা মুড়ির মিলের পাশে), ইলিয়াছ (৪৫)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ মটর শ্রমিক অফিসের সামনে হতে চুরি মামলার আসামী জামালপুর সদরের মহনপুর বেপারী পাড়া, নুরুন্দীর মোঃ মান্নান(৫২),কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আসামী আরিফ রাব্বানী@চুতুকে মুক্তাগাছা থানার রামপুররের তার বসতবাড়ী হতে চুরি
মামলার আসামী আরিফ রাব্বানী @চুতু (২৭) ও মোঃ দুদু মিয়া (৩৫),কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে মিশুক গাড়ির ২টি চাকাসহ ০১টি ইলেকট্রিক মটর উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার দাপুনিয়া বাজার হতে অপহরন মামলার আসামী আতিকুর রহমান আতিক
(২২)কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই হারুনুর রশিদ ও এএসআই ছামিউল হক পৃথক পৃথক অভিযান চালি্যে ০১টি জিআর ও ০১টি সিআর বডি তামিল করেন। জিআর মামলায় গ্রেফতার হন নজরুল ওরফে পিচ্চি নজরুল(৩০), সিআর গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতার হন নয়াপাড়ার ,আজিবর রহমান। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।