আনসার ভিডিপি অফিসারের ইন্তেকালে রংপুর রেঞ্জ পরিচালকের শোক

আনসার ভিডিপি অফিসারের ইন্তেকালে রংপুর রেঞ্জ পরিচালকের শোক

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম,পাবনা ।।  বাংলাদেশ আনসার ভিডিপির অবসরপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এম এ সিদ্দিক চৌধুরী রংপুর ডক্টরস ক্লিনিকে ২৪ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।  (ইন্নালিল্লাহি………. রাজিউন)

বাদ যোহর রংপুর মহানগরীর কামাল কাছনা জামে মসজিদে অনুষ্ঠিত মরহুমের প্রথম নামাজে জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, সহকর্মীবৃন্দ ও স্থানীয় মুসল্লি জনসাধারণ।রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ আনসার ভিডিপি বাহিনীর পক্ষ থেকে রংপুর তার বাসভবনে উপস্থিত হয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন। এসময় তিনি তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানান।

একই দিন বিকালে দ্বিতীয় নামাজে জানাযা তাঁর নিজ জেলা নীলফামারীর জলঢাকা উপজেলার নেকবখত গ্রামে অনুষ্ঠিত হয়।আনুষ্ঠানিকভাবে সরকারী প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ ও পুলিশের এক চৌকশ দল গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় রংপুর রেঞ্জ পরিচালকের প্রতিনিধি হিসাবে আনসার ভিডিপি বাহিনীর পক্ষে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে সর্বশেষ শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী জেলা কমান্ড্যান্ট ও রংপুর (অঃ দাঃ) হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।

রাষ্ট্রীয় মর্যাদা ও আনুষ্ঠানিকতা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিগত ২০১৪ সালের ৩০ ডিসেম্বর অবসর প্রাপ্ত আনসার ভিডিপির এ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এম এ সিদ্দিক ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

LATEST POSTS