আব্দুল খালেক পিভিএম,পাবনা বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)‘‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” এর আওতায় “পরিবেশ বান্ধব টেকশই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদনে দক্ষতা বৃদ্ধি” উপ প্রকল্পটি বগুড়া জেলায় বাস্তবায়ন করছে।২৫ সেপ্টেম্বর প্রকল্পের উদ্যোগে সংস্থার বগুড়ার বনানী গাক টাওয়ারের প্রধান কার্যালয়ে বগুড়ায় কৃষি যন্ত্রাংশ উৎপাদন খাতের সহিত জড়িত উদ্যোক্তাদের অংশগ্রহনে দিনব্যাপী “লেসন লার্নিং ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়।প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গাক’র পরিচালক এমএফ পঙ্কজ কুমার। সভাপতিত্ব করেন সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। আলোচনা পর্বের শুরুতে গাক’র সিনিয়র পরিচালক বলেন কৃষি প্রধান বাংলাদেশে কৃষির পাশাপাশি শিল্প বিপ্লবের মাধ্যমে উন্নত রাষ্ট্র গড়তে কৃষি যন্ত্রাংশ উৎপাদন খাতের সহিত জড়িত উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বর্পূণ তাই এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের পাশাপাশি গাক সহজ শর্তে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান অব্যহত রাখবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম,পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মেজ-বাবুল আলম, বগুড়া বিটাকের সহকারী প্রকৌশলী মোঃ আবু রায়হান লিটন, পল্লী উন্নয়ন একাডেমীর সহকারী পরিচালক মোঃ আরিফ জুয়েল ও বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর চিফ ইন্সট্রাকটর মোঃ শফিউল আল আজিজ প্রমুখ।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাক’র পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদার, সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, গাক বগুড়া জোনের এরিয়া ম্যানেজারবৃন্দ, এসইপি প্রকল্পের পরিবেশ অফিসার মোঃ সম্রাট আলী, ডকুমেন্টেশন অফিসার মোঃ শাখাওয়াৎ হোসেন, টেকনিক্যাল অফিসার হাসান সাদিক, ইলেকট্রিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এসইপি প্রকল্পের উদ্যোক্তাবৃন্দ। ওয়ার্কশপে বগুড়ার কৃষি যন্ত্রাংশ উৎপাদন খাতের সহিত জড়িত অংশগ্রহনকারী উদ্যোক্তাগন এ ধরনের ওয়ার্কশপ আয়োজন করার জন্য গাক ও এসইপি প্রকল্পের কর্মকর্তাদের ধন্যবাদ প্রদান করেন।