আঃ খালেক পিভিএম,পাবনা ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৬ খুলনা ডোমেইনের,খুলনা জোন নিয়ন্ত্রিত বাগেরহাট জেলার রামপাল উপজেলার,ফয়লা নতুন শাখা ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ফয়লা নতুন শাখার ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফয়লা নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ইক্সজিম ব্যাংকের রামপাল উপজেলার ফয়লা শাখার ম্যানেজার মোঃ মঈনুল হাসান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সজিম ব্যাংকের ফয়লা শাখার সহকারী ম্যানেজার মোঃ মিজানুর রহমান।অন্যদের মধ্যে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ইউ পি সদস্য মোঃ আজাহার হোসেন,মোঃ আবু জাফর ও মোঃ আনারুল কবির প্রমুখ।প্রধান অতিথি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,আপনারা এলাকার এ শাখার অধীন বিশেষ কার্যক্রম চিহ্নিত করে কর্মকান্ড পরিচালনা করবেন।তিনি ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রময়ে দ্রুত গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।তিনি টিএমএসএসের শাখা উদ্বোধন করায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।শাখা উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের অপারেশন-৬ খুলনা ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্মপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক,খুলনা জোন প্রধান মোঃ সাজ্জাদ হোসেন,বাগেরহাট এরিয়া প্রধান মোঃ কামাল হোসেন,টিএমএসএসের মোংলা এলপিজি ম্যানেজার মোঃ ইমরান হাওলাদার ও সিনিয়র সহকারী ম্যানেজার ওহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।ফয়লা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন খুলনা ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক।তিনি সকল কর্মকর্তাদের বর্তমান যুগের বাস্তব অবস্থার সাথে তালমিলিয়ে যুগোপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।এ নতুন শাখায় ২৭ জন সদস্যদের মধ্যে ১০ লক্ষ ৯৫ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।