স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ)তানভীন আহম্মেদ ছিদ্দিকী এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার মালগুদাম কড়ইতলা মোড়স্থ কড়ইতলা স্টোরের সামনে হতে দস্যুতার চেষ্টা মামলা আসামী ১। মোঃ সাকিব আহম্মেদ (২৫), পিতা-মোঃ শামীম আহম্মেদ, সাং-কৃষ্টপুর, ০২। মোঃ ইমরান (২৪), পিতা-মৃত নিজাম উদ্দিন, সাং-পাটগুদাম, উভয়থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয় গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে একটি স্টীলের তৈরী ফোল্ডিং ধারালো চাকু, যাহার একপাশে স্টীলের একটি ক্লিপ রয়েছে, যাহার অন্যপাশে হলুদ রংয়ের স্টীলের পাত সংযুক্ত, যার সম্পূর্ন দৈর্ঘ্য ১৯ (উনিশ) সেঃ মিঃ ও ফোল্ডিং করা অবস্থায় দৈর্ঘ্য ৯.৫ (নয় দশমিক পাঁচ) সেঃ মিঃ এবং সম্পূর্ন চাকুটি সাদা স্টীলের তৈরী উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আলাউদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা মাদক মামলার আসামী নান্দাইল, কানুরামপুরের ইছাম উদ্দিন (৪২)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া ডন মোড় সরকারী পাঁকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী কোতোয়ালীর-৭৭/এ গাঙ্গীনারপাড় বাবু (২৮)কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই মোঃ আলাউদ্দিন এবং এএসআই সোহেল রানা পৃথক পৃথক অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ২টি জিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতারকৃতরা হলেন আকুয়া মোড়লপাড়া টিনপট্টি মোঃ ওমর ফারুক ও রাঘবপুর পূর্বপাড়ার (রাঘবপুর) হাসেম । গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।