আঃ খালেক পিভিএম,(পাবনা) উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস সারা দেশ ব্যাপী সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।প্রতিষ্ঠানের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন ইউবিআইসিও এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউবিআইসিও এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা বিলাল।প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম ও মোঃ আমিনুল হক প্রমুখ।প্রতিনিধি দল ৩ আগষ্ট টিএমএসএসের হেম অপারেশন,বগুড়া-১ডোমেইনের আওতাধীন কেন্দ্রীয়-২শাখার গোবরধনপুর ২৪ নম্বর মহিলা কেন্দ্রের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।পরিদর্শন কালে ইউবিআইসিও এর কর্মকর্তা,টিএমএসএসের কর্মকর্তা ও টিএমএসএসের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগী সদস্যদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় টিএমএসএসের বগুড়া কেন্দ্রীয়-২শাখার,শাখা প্রধান মোছাঃ সাবানা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন ইউবিআইসিও এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা বিলাল, ম্যানেজার আমিনুল ইসলাম,টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান,পরিচালক অর্থ-২ মোঃ আবুল বাশার ভূইয়া ও বগুড়া ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম প্রমুখ।ইউবিআইসিও এর প্রতিনিধি দলকে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান টিএমএসএসের উপনির্বাহী পরিচালক সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান। সভায় অন্যদেন মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের বগুড়া কেন্দ্রীয় জোনাল ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা ও কেন্দীয় এরিয়া প্রধান মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।ইউবিআইসিও প্রতিনিধি দলের কর্মকর্তা টিএমএসএসের সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,এনজিও কর্মী ও উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।