বগুড়ায় টিএমএসএসের মেডিক্যাল এ্যাসিস্ট্যান্টদের মাসি সমন্বয় সভা অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

আব্দুল খালেক পিভিএম,পাবনা   উত্তর জনপদের তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস প্রাথমিক স্বাস্হ্য শিক্ষা ও সেবা কার্যক্রম কতৃর্ক আয়োজিত মেডিকেল এ্যাসিস্ট্যান্টদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিসের কনফারেন্স রুমে ১ অক্টোবর এ মাসিক সমন্বয় সভা হয়।সভায় প্রতিষ্ঠানের মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। সভাপতি উপস্থিত সবাইকে টিএমএসএসের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।সভাপতি মোঃ সোহরাব আলী খান প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি সবাইকে যার যার অবস্থান থেকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।তিনি আরো বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে বেগবান ও গতিশীল করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।তিনি জানান দেশ ব্যাপী টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা অব্যাহত রয়েছে।এ সকল প্রতিষ্ঠানেট মাধ্যমে সাধারণ মানুষদের সেবা প্রদান করা হচ্ছে।তিনি বলেন আপনারা এ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম গুলি অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সভায় হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান,টিএমএসএসের বগুড়া ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম,উপপরিচালক মুহাম্মদ মমিনুল ইসলাম,পিএইচই প্রধান মোছাঃ ফাতেমা খাতুন এবং প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলাউল সাফি খান প্রমুখ বক্তব্য দেন।বক্তারা প্রোগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।সভায় অন্যদের মধ্যে টিএমএসএসের বগুড়া কেন্দ্রীয় জোনের,জোন প্রধান মোঃ গেলাম মোস্তফা,বগুড়া দক্ষিন জোন প্রধান মোঃ সানাউল হক ও বগুড়া উত্তর জোন প্রধান মোঃ শাহীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।এ মাসিক সমন্বয় সভায় বগুড়া,জয়পুরহাট ও গাইবান্ধা জেলার ৬৫ টি প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের ৬৫ জন স্বাস্থ্য সহকারী এবং ৪ জন স্বাস্থ্য পরিদর্শক অংশ নেয়। এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার