ধোবাউড়ায় বিজিবির অভিযানে ৫২ বোতল ভারতীয় মদসহ আটক ২

ধোবাউড়ায় বিজিবির অভিযানে ৫২ বোতল ভারতীয় মদসহ আটক ২

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় ঘোষগাঁও ৩৯-বর্ডার-গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)র অভিযানে বিভিন্ন ব্যান্ডের ৫২ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোষগাঁও ৩৯-বর্ডার বিজিবির ঘোষগাঁও সীমান্তফাঁড়ীর বিওপির বিজিবি টহল দল উপজেলার দিঘলবাঘ সীমান্ত হতে দুইজনকে আটক করেন।
আটককৃতরা হলেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চন্নপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মেহেদী হাসান (২২)ও দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নের দীঘলবাঘ গ্রামের মৃতঃ রিমা’র ছেলে রুবেল (২৭)।

এসময় আটককৃতদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৫২ বোতল মদ জব্দ করা হয় এবং ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে  আদালতে সোর্পদ করতে  ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।