আঃ খালেক ,পাবনা থেকেঃ উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইন কর্তৃক আয়োজিত,নাটোর ডোমেইনের আওতাধীন ৪টি জোনের,জোনাল ম্যানেজার ও ১৭টি অঞ্চলের,অঞ্চল প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের ২০২২-২৩ অর্থ বছরের প্রথম কোয়াটারের কার্য অগ্রগতি পর্যালোচনা ও দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারনী সভা করা হয় ।
বৃহস্পতিবার( ৬ অক্টোবর ) সকালে হরিশপুর বাইপাস মোড় টিএমএসএস অপারেশন-১১ নাটোর ডোমেইন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান।
প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান উপস্থিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি নাটোর ডোমেইনের বিগত ২০২২-২৩ অর্থ বছরের প্রথম কোয়াটারের কার্য অগ্রগতি পর্যালোচনা করেন ও দ্বিতীয় কোয়াটারের নতুন নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করে কার্যক্রম চালানোর জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি দ্বিতীয় কোয়াটারের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বিশেষ অতিথি সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।তিনি আরো বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি এ সকল কর্মকান্ড গুলি অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে দ্রুত পৌঁছে দেওয়া জন্য আহবান জানান। ত্রৈমাসিক কার্য অগ্রগতি সভায় নাটোর ডোমেইনের আওতাধীন ৪টি জোনের,জোন প্রধানগন যথাক্রমে পাবনা জোন প্রধান মোঃ সাইদুর রহমান,চাটমোহর জোন প্রধান মোঃ ইসমাইল হোসেন,নাটোর জোন প্রধান এ এস এম আরিফুল বাশার ও পুঠিয়া জোন প্রধান মোঃ সরোয়ার জামান সহ ১৭টি এরিয়ার,এরিয়া প্রধানগন এ সভায় অংশ নেয়।সভায় সংস্থার কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।টিএমএসএসের মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে উপনির্বাহী পরিচালকের ব্যক্তিগত সচিব মোঃ আল মেহেদী পারভেজ,ডোমেইন কার্যালয়ের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাত আলী,এইচ আর অফিসার মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগন সভায় উপস্থিত ছিলেন।