গফরগাঁও থানা পুলিশ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ গ্রেফতার ১০

গফরগাঁও থানা পুলিশ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ গ্রেফতার ১০

October 9, 2022 73 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ১০জনকে গ্রেফতার করেছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহাম্মেদ জানান, গত ২৪ ঘন্টা অভিয়ান চালি্য়ে জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী যশোড়ার এমদাদুল হক (৩৫), শিলাসীর মোঃ কাইয়ুম (৩৬), উথুরীর (৯নং ওয়ার্ড) সংঘাতে জড়িত শিশু মোঃ শিহাব (১৭), মোছাঃ মাফিয়া খাতুন (৪১), চরআলগির (নিধিয়ার চর ভাটিপাড়া), মোঃ ফখরুল (২৮), ঘাগড়ার রফিক ঢালী (৩১), ভারইলের খোকন মিয়া (৩৭) এবং সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী রাগাইচট্টির মোঃ মাহফুজ(৩০), পাচুয়ার হাফিজুল খাঁ (৩৫), ভরভরার তানভীর() সহ সর্বমোট ১০জন আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সাম্প্রতিক