আঃ খালেক পিভিএম,পাবনাঃ উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ উপ-প্রকল্পের মাষ্টার ট্রেইনারদের প্রশিক্ষণ ও প্রটোকল উন্নয়ন শীর্ষক কর্মশালা ৭ অক্টোবর টিএমএসএসের বগুড়ার মাটিডালি কেন্দ্রীয় জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সহযোগিতায় ও টিএমএসএসের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও অপারেশন-১ বগুড়া ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম প্রমুখ।কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন প্রকল্পের সমন্বয়কারী ও কর্মশালার সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস।কর্মশালায় টিএমএসএসের কেন্দ্রীয় বগুড়া জোন প্রধান মোঃ গোলাম মোস্তফা,নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ উপ-প্রকল্পের মাস্টার ট্রেইনারগন অংশ নেয়।
দিন ব্যাপি এ কর্মশালায় স্থানীয় এনজিও কমী,জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।