আঃ খালেক পিভিএম,পাবনা উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৯ দিনাজপুর ডোমেইন কর্তৃক আয়োজিত,দিনাজপুর ডোমেইনের আওতাধীন ৪টি জোনের,জোন প্রধান ও ১৬টি অঞ্চলের,অঞ্চল প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের ২০২২-২৩ অর্থ বছরের প্রথম কোয়াটারের কার্য অগ্রগতি পর্যালোচনা করণ ও দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারনী কর্মশালা ১১ অক্টোবর দিনাজপুর মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের অপারেশন-৯ দিনাজপুর ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ ওসমান গনির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংস্থার বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান।
প্রধান অতিথি মোঃ মাহবুবুর রহমান টিএমএসএসের পক্ষ থেকে উপস্থিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি দিনাজপুর ডোমেইনের বিগত ২০২২-২৩ অর্থ বছরের প্রথম কোয়াটারের কার্য অগ্রগতি পর্যালোচনা করেন ও দ্বিতীয় কোয়াটারের নতুন নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করে কার্যক্রম চালানোর জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি দ্বিতীয় কোয়াটারের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন,তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।তিনি বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এ সকল কর্মকান্ড গুলি অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে দ্রুত পৌঁছে দেওয়া জন্য সকলের প্রতি আহবান জানান।ত্রৈমাসিক কার্য অগ্রগতি সভায় দিনাজপুর ডোমেইনের আওতাধীন ৪টি জোনের,জোন প্রধানগন যথাক্রমে দিনাজপুর জোন প্রধান মোঃ রুহুল আমিন,সৈয়দপুর জোন প্রধান মোঃ নূরনবী প্রধান,ঠাকুরগাঁও জোন প্রধান মোঃ শহিদুল ইসলাম ও পঞ্চগড় জোন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক সহ ১৬টি এরিয়ার,এরিয়া প্রধানগন এ কর্মশালায় অংশ নেয়।কর্মশালায় সংস্থার বিভিন্ন কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।টিএমএসএসের মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।উক্ত কর্মশালায় ডোমেইন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।