ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ নগরীতে ট্রেনে কাটা পড়ে আনোয়ার কবীর কাঞ্চন (৫৪) নামের এক ব‍্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে নগরীর কলেজ রোড রেলক্রসিং সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। কাঞ্চন নগরীর উসমান ফার্নিচারের ম‍্যানেজার ছিল। সে নগরীর কাশর আউটার স্টেডিয়াম এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কাঞ্চন মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, আনোয়ার কবীর নানা কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। এছাড়া তিনি কানেও কম শুনতেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।