চাঞ্চল্যকর মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় আরো ১ ডাকাত  গ্রেফতার 

চাঞ্চল্যকর মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় আরো ১ ডাকাত  গ্রেফতার 

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার হাইওয়ে রোডের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে গত ২২ সেপ্টেম্বর গত রাতে একদল ডাকাত কর্মচারী পরিচয়ে ভিতরে প্রবেশ করে পাহারাদের হাত পা বেধে মালামাল লুটে নেয় । এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয় (নং-৯২/১০০০ তারিখ-২৩/০৯/২০২২ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) । ইতিমধ্যে কোতোয়ালী থানার একটি চৌকোস টিম অভিযান চালিয়ে গত ২৪ সেপ্টেম্বর লুন্ঠিত ট্রাক গাজীপুর থেকে উদ্ধার করে ডাকাতির  জড়িত আসামী  নজরুল ইসলাম (৩০),  আবু সাঈদ সৈকত ওরফে শওকত (২৭) এবং  বাদল ওরফে আসলাম (২৮)দের’ কে জামালপুর জেলার ইসলামপুর থানার ডিগ্রীরচর এবং গাজীপুর জেলার টঙ্গী টিএন্ডটি বাজার এলাকা হতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয় এবং আসামীরা ডাকাতির ঘটনার সাথে জড়িত মর্মে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন ।
ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার অভিযান অভিযান চালিয়ে  ১৩ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার স্টেশন রোড এলাকা হতে টঙ্গী থানা পুলিশের সহায়তায় ডাকাতির সহিত জড়িত আসামী  ইন্তাজ আলী (৩৫), পিতামৃত-শকুর আলী @ শুক্কুর, সাং-ডিগ্রীরচর (মোল্লাপাড়া), থানা-ইসলামপুর, জেলা-জামালপুর’কে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর সার্কেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ এর সার্বিক তদারকিতে অভিযানে অংশগ্রহণ করেন পুলিশ পরিদর্শক ফারুক হোসেন এবং এসআই মিনহাজ উদ্দিন এস আই নিরুপম নাগ এএসআই সুজন সাহা।

LATEST POSTS