দিঘাপাতিয়া ও নাটোরে টিএমএসএসের কর্মশালা অনুষ্ঠিত

দিঘাপাতিয়া ও নাটোরে টিএমএসএসের কর্মশালা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা   উত্তর জনপদ তথা বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের আওতাধীন দিঘাপাতিয়া ও নাটোর অঞ্চলের সকল ফিল্ড সুপার ভাইজদের সমন্বয়ে সংস্থার ২০২২-২৩ অর্থ বছরের প্রথম কোয়াটারের  অগ্রগতি পর্যালোচনা ও দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারনী কর্মশালা ১৪ অক্টোবর নাটোর বনবিল ঘরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের নাটোর সদর অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়াল অংশ নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়াল যোগ দেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান।প্রধান অতিথি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভ কামনা জানান।তিনি ২টি অঞ্চলের ২০২২-২৩ অর্থ বছরের প্রথম কোয়াটারের অগ্রগতি ও দ্বিতীয় কোয়াটারের নতুন,নতুন পরিকল্পনা নির্ধারন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি দ্বিতীয় কোয়াটারের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বিশেষ অতিথি মোঃ মাহবুবুর রহমান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।তিনি সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।সারা দিন ব্যাপী ত্রৈমাসিক কর্মশালায় উপস্থিত থেকে সংস্থার মাঠ পর্যায়ের কর্মকান্ড সম্পর্কে  বিস্তারিত আলোচনা করেন টিএমএসএসের নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।অন্যদের মধ্যে নাটোর ডোমেইনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুল ইসলাম,নাটোর জোন প্রধান এএসএম আরিফুল বাশার ও দিঘাপাতিয়া অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।কর্মশালায় নাটোর সদর ও দিঘাপাতিয়া অঞ্চলের  ৮টি শাখার ৪৩ জন ফিল্ড সুপার ভাইজার অংশ নেয়।মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে  ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

LATEST POSTS