এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া শহিদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে ফুলবাড়ীয়া পৌরসভার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার যোহরবাদ ফুলবাড়ীয়া পৌরসভা কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌর মেয়র গোলাম কিবরিয়া, প্যানেল মেয়র চাঁন মাহমুদ সরকার, কাউন্সিলর কাজী ইমান আলী, ছফর আলী বুলু, পৌর নির্বাহী কর্মকর্তা হারুনর রশিদ,সহকারী প্রকৌশলী একেএম লুৎফুল ইসলাম,প্রধান সহকারী আব্দুস ছাত্তার এছাড়াও কাউন্সিলর-কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।