বগুড়ায় টিএমএসএসের অসুস্থ সদস্যের মধ্যে নগদ অর্থ বিতরণ

বগুড়ায় টিএমএসএসের অসুস্থ সদস্যের মধ্যে নগদ অর্থ বিতরণ

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবন  উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও বগুড়ায় অবস্থিত টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড অব্যাহত রয়েছে।সারা দেশ ব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর টিএমএসএসের কেন্দ্রীয় বগুড়া জোনের আওতাধীন আশেকপুর শাখার প্রাথমিক স্বাস্হ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের আওতায় বগুড়ার ইসলামপুর হরিগাড়ী গ্রামের স্বাস্হ্য কার্ডধারী মোছাঃ আরজু বেগমকে নগদ অর্থ সহযোগিতা প্রদান করা হয়।তিনি বেশ কিছু দিন বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার কারণে,তাকে ২৪০০/- (দুই হাজার চারশত) টাকা নগদ সুবিধা প্রদান করা হয়।এ সময় টিএমএসএসের কেন্দ্রীয় বগুড়া জোনের,জোন প্রধান মোঃ গোলাম মোস্তফা উপস্থিত থেকে নগদ অর্থ মোছাঃ আরজু বেগমের হাতে তুলে দেন।জোন প্রধান বলেন টিএমএসএস সব সময় আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে।নগদ অর্থ সহায়তা পেয়ে অসুস্থ আরজু বেগম অভিভূত হয়ে পড়েন।তিনি টিএমএসএস কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।এ নগদ অর্থ বিতরণের সময় শাখা ব্যবস্থাপক,টিএমএসএস শাখার অন্য কর্মকর্তাবৃন্দ,উপকারভোগী সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।