গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নে আগুনে ৫ দোকান পুড়ে ছাই হয়েছে।এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।আজ বুধবার ভোর রাতে অললী গ্রামের বাঁশতলী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়,ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যায়।ভোর আনুমানিক ৪টার দিকে তাইজুদ্দিনের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যে আগুন পাশের জালাল উদ্দিনের চা স্টল,ইদ্দিস আলীর বাইনাতির, আবুল কালামের মাছের ,শহিদুল্লার ও আসাদের কাঁচামালের দোকানে ছড়িয়ে পড়ে।খোঁজ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ব্যর্থ হন।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে আনে।অগ্নিকান্ডের ফলে তিনটি মুদি দোকান, একটি ভ্যারাইটিসের দোকান ও দু’টি চা স্টল পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুদ্দীন মৃধা জানান,অগ্নিকান্ডে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারিভাবে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।###