খুলনায় টিএমএসএসের কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় টিএমএসএসের কর্মশালা অনুষ্ঠিত

October 20, 2022 78 Views

আঃ খালেক পিভিএম, পাবনা   উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৬, খুলনা ডোমেইন কর্তৃক আয়োজিত,জোনাল ও অঞ্চল প্রধানদের সমন্বয়ে ২০২১-২২ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারনী কর্মশালা-১৯ আগষ্ট যশোর জয়েতি সোসাইটির কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের খুলনা ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম -পরিচালক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক টিএফআর মোঃ মাহাবুবুল হাসান ও অপারেশান-৬ খুলনা ডোমেইনের সহকারী পরিচালক মোঃ আরিফুর রহমান প্রমুখ।প্রধান অতিথি সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান কর্মকর্তাদের নিজ নিজ কর্ম এলাকায় নতুন প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম চালানোর পরামর্শ দেন।তিনি টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো জন সাধারণের মধ্যে তুলে ধরতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি কর্মশালায় ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ের সম্ভাবনা,খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি বার্ষিক বাজেটের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।কর্মশালায় বিশেষ অতিথি মোঃ মাহাবুবুল হাসান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,তৃনমুল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।কর্মশালায় ডোমেইনের ৪টি জোনের-জোন প্রধান,১৬টি এরিয়ার-এরিয়া প্রধানগন অংশ নেয়।কর্মশালায় মাঠ পর্যায়ের কর্মকান্ড নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয়।মাঠের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরন করার পাশাপাশি চলতি অর্থ বছরের শতভাগ লক্ষ মাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করা হয়।কর্মশালায় ৪টি জোনের জোন প্রধানগন যথাক্রমে মোঃ জাহাঙ্গীর আলম- যশোর,মোঃ সাজ্জাদ হোসেন-খুলনা,মোঃ আখতারুজ্জামান-সাতক্ষীরা ও মোঃ মাহবুবুর রহমান কুষ্টিয়া জোন।এ সময় উপনির্বাহী পরিচালক-৩ এর একান্ত সচিব মোঃ আল মেহেদী পারভেজ ও ডোমেইনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক