বরিশাল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

October 22, 2022 71 Views

আঃ খালেক পিভিএম, পাবনা :  আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চল কর্তৃক আয়োজিত,বরিশাল অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা সহকারী মহব্যবস্থাপক জি এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোসাদ্দেক উল আলম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ পরিচালক মোঃ আশরাফুল আলম,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক আফরোজা আক্তার লাইজু,ব্যাংকের জিএম জেড এম হাফিজুর রহমান ও উপ-মহাব্যবস্থাপক মহাব্যবস্থাপক বাদল চন্দ্র দেবনাথ প্রমুখ।প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত হলে বরিশাল অঞ্চলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানে হয়। প্রধান অতিথি উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি চলতি অর্থ বছরে শাখা গুলিকে খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায় করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
এ সময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী,আনসার ভিডিপি সংগঠন সদস্য,সদস্যা,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,শেয়ার হোল্ডার সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক