গফরগাঁওয়ে ঘুর্ণিঝড়ে কৃষকদের ব্যাপক ক্ষতি ঃ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত পল্লী বিদ্যুৎ নেই

image

You must need to login..!

Description

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলা সদরসহ ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গুলোতে রোববার মধ্য রাত থেকে মঙ্গলবার রাত ৬টা পর্যন্ত গ্রাম এলাকার জনসাধারণ পল্লী বিদ্যুতের আলোর মুখ দেখতে পারেনি । এদিকে উপজেলাসদরসহ বিভিন্ন এলাকায় পিডিবির আওতাভুক্ত বিদ্যুতের লাইন চালু হয়ে গেছে । এ বিষয়ে গফরগাঁও পিডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন জানান, ঘুণিঝড়ের সময়ে পিডিবির প্রকৌশলী ও কর্মচারী বৃন্দের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ চালু করতে পেরেছি । রোববার মধ্য রাত থেকে সোমবার রাত পর্যন্ত উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে সর্বনাশা ঝড়ের ফলে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । শীতকালীন শাকসবজী ,আমন ও কলাবাগানসহ নানান ধরনের কৃষি ফসলের ক্ষতি হয়েছে বেশি । বহু মাটির ঘর ধসে পড়েছে । উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদ জানান , অসময়ের ঝড় ও বৃষ্টির দরুন শাক সবজি ও নিচু এলাকায় আমন ধানের ক্ষতি হয়েছে । যে সমস্ত আমন ধান বের হচ্ছে এগুলো হেলে পড়েছে । ফলে কৃষকদের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে । গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের কৃষক মোঃ মুর্শিদ মিয়া জানান, ভাইরে রোববার মধ্য রাত থেকে মঙ্গলবার পর্যন্ত পল্লী বিদ্যুৎ এখনো আসেনি । বিদ্যুৎ না থাকায় নানান ধরনের সমস্যা হচ্ছে । পল্লী বিদ্যুৎ চলে গেলে আসার সঠিক সময় পাওয়া যায়নি । ভাগ্যের নিমর্ম পরিহাস পল্লী বিদ্যুতের লোড শেডিং থেকে আমরা কবে রেহাই পাবো ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার