ফুলবাড়ীয়ায় এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান,ফুলবাড়িয়া থেকে : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়  স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্যতম ‘এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠন’। গতকাল ২৬ অক্টোবর ছিল সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেককাটা সহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন সংগঠনের সদস্যবৃন্দ। বিকাল  ৩টায় সংগঠনের কার্যালয়ে কেক কাটা হয়। এরপর ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি একেএম সায়ফুল ইসলাম কাজল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কুতুব উদ্দিন আইবেক, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সেলিম হোসেন, আনিস শিকদার, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস ছাত্তার প্রমুখ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার