আঃ খালেক পিভিএম,পাবনা উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৬ খুলনা ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক ২৬ অক্টোবর টিএমএসএসের যশোর জোনের আওতাধীন ঝিনাইদহ অঞ্চলের হাটগোপালপুর শাখা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন।তিনি দুপুর ১.৩০টায় শাখায় কার্যালয়ে পৌঁছালে শাখার সকল কর্মকর্তারা তাকেঁ স্বাগত জানান।ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক শাখা কার্যালয় পরিদর্শন পরবর্তী তিনি কর্মকর্তাদের সাথে শাখার কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।হাটগোপালপুর শাখার,শাখা প্রধান মোঃ এরশাদ আলীর সভাপতিত্বে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন খুলনা ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক।তিনি শাখার কার্যক্রমে আরো গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেন।তিনি বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী অবহেলিত জনগোষ্ঠীর সাথে সব সময় ছিলো,আছে এবং ভবিষ্যতেও থাকবে।তিনি আরো বলেন,টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি জনসাধারণের মধ্যে তুলে ধরতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি টিএমএসএসের সদস্যদের সাথে যত্নশীল আচার আচরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।ডোমেইন প্রধান আব্দুর রাজ্জাক জানান তৃনমুল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।আলোচনা ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহকারী ম্যানেজার মোছাঃ লতা খানম, ফিল্ড সুপারভাই মোঃ পলাশ রানা,মোঃ শামিউল ইসলাম ও মোছাঃ মিলি পারভীন প্রমুখ।এ সময় ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক শাখার সকল কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।উল্লেখ্য বিগত প্রায় তিন মাস হলো এ শাখার কার্যক্রম শুরু করা হয়েছে।বর্তমান শাখায় ২২৫ জন ঋণী সদস্যের মধ্যে ১ কোটি ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। সেই সাথে ১০ লক্ষ ৫০ হাজার টাকা সঞ্চয় স্ক্রীম চালু রয়েছে।